তোমরা ছিলে, তোমরা আছো

ভৌগোলিক দূরত্বে থাকলেও

তোমরা থাকবে।

তোমরা থাকবে স্মৃতিতে ও প্রীতিতে।

শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ সমূহের মধ্যে মানসম্মত প্রকাশনা একটি অপরিহার্য উপকরণ নিশ্চয়ই। বরাবরই আমরা এক্ষেত্রে গুণগত মানের সাথে কোন আপোষ করিনা। প্রতিটি ক্লাসে প্রদত্ত আমাদের উন্নত মানের শিট সমূহ শিক্ষার্থীদের সহজভাবে পড়তে এবং অভিভাবকদের তদারকি করতে/বাসায় পড়াতে অত্যন্ত সহায়ক হয়।

এবার প্রথম শিক্ষার্থীদের ছবি সম্বলিত একটি স্মরণিকা প্রকাশ করেছি আমরা। যেখানে তাদের পরিচিতি সহ সৃজনশীল কিছু কর্ম স্থান পেয়েছে। আমরা মনে করি এই ছোট ছোট উদ্যোগ সমূহ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের শেকড়কে আরো গভীরে প্রোথিত করবে।

শিশুদের বেড়ে ওঠার সাথে সাথে মানসিক বিকাশ ও সামাজিক রীতিনীতি রপ্ত করতে বন্ধু-বান্ধব তাদের হৃদয়ে বড় জায়গা দখল করে নেয়। তাইতো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের চেয়ে স্কুলের বন্ধুদের সাথে আমাদের আত্মিক সম্পর্কের ভীত বেশ মজবুত। শিশুকালে বন্ধুত্বের এই মজবুত সম্পর্ককে আরো মজবুতিকরণ করতে আমরা শ্রেণি ভিত্তিক তাদের নাম ও ছবি প্রকাশ করেছি। যেন আজ থেকে কয়েক বছর পরে যখন তারা বড় হয়ে ভিন্ন স্থানে গমন করলেও স্কুল জীবনের বন্ধুত্বের প্রগাঢ় সম্পর্কের অম্ল-মধুর স্মৃতির রোমন্থন করে অকৃত্রিম সুখানুভব করতে পারে।

তাদের কোমল হৃদয়ের সেই অনুভূতিকে সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াশ। খুব দ্রুততম সময়ের মধ্যে এমন কর্মযজ্ঞ সম্পাদনের কিছু ক্ষেত্রে ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়। তবে আপনাদের সুপরামর্শ পেলে আগামী বছরে আরো বড় কলেবরে, বর্ণিলরূপে প্রকাশিত হবে আমাদের স্মরণিকা ২০২৫।

মো. এরফান আলী

উপনির্বাহী পরিচালক, Mousumi NGO

নির্বাহী প্রধান, মৌসুমী বিদ্যানিকেতন Mousumi Bidyaniketon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *