সর্বত্র প্রতিষ্ঠিত হোক সুনীতি আর সাম্য
যোগ্য পদে যাবে যোগ্য মানুষ এটাই কাম্য।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ১২তম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব Md. Fazlul Kader । তাঁকে মৌসুমী’র পক্ষ থেকে হৃদিক ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানাই।
পিকেএসএফ-এর জন্মলগ্ন হতে যে ক’জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। ক্ষুদ্রঋণ খাতের সম্প্রসারণ, আধুনিকায়ন, এ খাতের প্রতিষ্ঠান সমূহের সক্ষতা বৃদ্ধি ও স্থায়ীত্বশীল অগ্রযাত্রায় পিকেএসএফ-এর ভূমিকা অনস্বীকার্য। এই বিশাল কর্মযজ্ঞে পিকেএসএফ-এর শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁদের মধ্যে জনাব মো. ফজলুল কাদের অন্যতম। জ্ঞান, দক্ষতা, চৌকষ নেতৃত্ব এবং একাধিক বিষয়ে পারঙ্গমতা তাঁকে পিকেএসএফ-এর মতো প্রতিষ্ঠানের সবচেয়ে যোগ্য ও উপযুক্ত প্রার্থী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে আসীন করেছেন।
ক্ষুদ্র উদ্যোগ খাতকে দুর্বল প্রযুক্তির টোপ থেকে মুক্ত করে আধুনিক প্রযুক্তি সন্নিবেশিত করা, আর্থিক লেনদেনকে ডিজিটাইজড করা সহ বহুবিধ উল্লেখযোগ্য যুগান্তকারী পদক্ষেপে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
তিনি যখন কোনো সভা, সেমিনার কিংবা প্রশিক্ষণে কথা বলেন তখন পিনপতন নীরবতায় মন্ত্রমুগ্ধের ন্যায় সবাই তাঁর কথা শুনে থাকেন। যুক্তি, তথ্য ও তত্ত্বের সমাহারে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয়ের গভীরে তিনি অত্যন্ত সাবলীলভাবে প্রবেশ করিয়ে তা হদয়াঙ্গম করান। কথা ও লেখায় তাঁর সুনিপুণ ও পরিশীলিত শব্দ চয়নের গাঁথুনি সবাইকে বিমোহিত করে। অনেকের মতো আমিও স্যারের একজন গুণমুগ্ধ শ্রোতা এবং পাঠক।
তাঁকে মৌসুমী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত। নতুন দায়িত্বে স্যারের পথচলা সুগম ও মসৃণ হোক। তাঁর দক্ষ ও যোগ্য নেতৃত্বে ক্ষুদ্র অর্থায়ন খাতে অবিস্মরণীয় মাইলফলক অর্জিত হোক।
শ্রদ্ধান্তে,
মো. হোসেন শহীদ ইকবাল (রানা)
নির্বাহী পরিচালক;
ও
মো. এরফান আলী
উপনির্বাহী পরিচালক

